January 31, 2026
আঞ্চলিক

ঝিনাইদহে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। বিদ্যালয়গুলোতে গিয়ে দেখা যায়, ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট প্রদাণ করছে। টাঙ্গানো হয়েছে প্রার্থীদের পোস্টার।

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আখতারুজ্জামান জানান, জেলার ৯০৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে মোট ৭টি পদের জন্য প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছে। নির্বাচনে পানিসম্পদ মন্ত্রী, আপ্যায়ন মন্ত্রী, পরিষ্কার পরিচ্ছন্ন মন্ত্রী, পাঠ্যপুস্তক মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী পদে প্রতিদ্ব›িদ্বতা হয়। ৭ জন মন্ত্রীর মধ্য থেকে ১ জন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *