ঝিনাইদহে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, উপজেলার বাথানগাছি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মামলা করেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১২ বছর বয়সী মেয়েটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ননায় ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় পাশের কালুহাটি গ্রামের নবম শ্রেণির ছাত্র এক কিশোর তার মেয়েকে জোর করে তুলে পাশের একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়ি ফিরে ঘটনাটি সবাইকে জানায়। ঘটনার পর থেকে (১৫) ছেলেটি পলাতক রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।