ঝিনাইদহে স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার প্রধান আসামী গেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ৩য় শ্রেণীর স্কুল ছাত্র বিল্লাল হত্যা মামলার প্রধান আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদর উপজেলার মুরারিদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান ওই গ্রামের হাতেম আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মুরারিদহ গ্রামের ৩য় শ্রেণীর স্কুল ছাত্র বিল্লাল হত্যা মামলার আসামী নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হয় মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শহিদুল শেখের ছেলে বিলাল হোসেন। রাতভর খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। শুক্রবার সকালে স্থানীয় একটি কলাবাগানে বিলালের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের পিতা শহিদুল ইসলাম বাদি হয়ে মিজানুরের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করে।