ঝিনাইদহে সাপের কামড়ে ২ ভাইয়ের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহের শৈলকূপায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন দুই ভাই। তারা শাহীন হোসেন (৩০) ও সোহান হোসেন (১০)। শৈলকুপার নাগপাড়া গ্রামে তাদের বাড়ি।
তাদের চাচা আবুল কাশেম জানান, সোমবার রাতে খাবার খেয়ে বড় ভাই শাহীনের সঙ্গে একই খাটে ঘুমিয়ে ছিল ছোট ভাই সোহান। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর একটি সাপ প্রথমে ছোট ভাই সোহানকে কামড় দেয়। পরে বড় ভাই শাহীনকে কামড় দেয়।
তারা ঘুম থেকে জেগে উঠলে ঘরের মধ্যে সাপ দেখতে পায়। সাপটি মেরে ফেলার পর প্রথমে গ্রামের ওঝার কাছে নিয়ে যাওয়া হয় দুই ভাইকে। সেখান থেকে তাদের নেওয়া হয় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
কাশেম বলেন, অবস্থা খারাপ হলে দুজনকে পাঠানো হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে নেওয়ার পথে সোহান মারা যায়। হাসপাতালে নেওয়ার পর সকালে শাহীনেরও মৃত্যু হয়।