January 23, 2025
জাতীয়

ঝিনাইদহে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ‘সাপের কামড়ে’ এক কৃষক মারা গেছেন বলে পরিবার জানিয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক রুবিনা পারভীন বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে আক্কাস আলী শাহ (৫৫) নামে এই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তারা তাকে মৃত ঘোষণা করেন। আক্কাস উপজেলার হামিরহাটি গ্রামের নূরুল উদ্দিন শাহর ছেলে।

আক্কাসের ভাতিজা সাদ্দাম হোসেন শাহ বলেন, তার চাচা সকালে বাড়ির পাশে মাটি কাটছিলেন। এ সময় একটি সাপ গর্ত থেকে বের হয়। আক্কাস সাপটি ধরে হাঁড়িতে ঢুকাতে গেলে সাপ তাকে কামড় দেয়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু স্বজনরা তাকে হাসপাতাল থেকে ফিরিয়ে গ্রামের ওঝার কাছে নিয়ে যান। সেখানে আক্কাস আরও অসুস্থ হন। আবারও তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক রুবিনা বলেন, সকালে ভর্তি করার পর চিকিৎসা দেওয়ার আগেই স্বজনরা রোগীকে নিয়ে চলে যান। বেলা ১১টার দিকে আবার তাকে ফেরত আনলে মৃত অবস্থায় পান চিকিৎসক।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *