ঝিনাইদহে সতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর
ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী জে এম রশিদুল আলম রশিদের নির্বাচনী কার্যালয় ভাংচুর করার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে সদর উপজেলা কুমড়াবাড়িয়া ইউনিয়নের আশারমোড়ে এ ঘটনা ঘটে।
সতন্ত্র প্রার্থী জে এম রশিদুল আলম রশিদ অভিযোগ করেন, আশারমোড়ে তার একটি নির্বাচনী কার্যালয় রয়েছে। সোমবার দুপুরে নৌকা প্রতিকের সমর্থক কুমড়াবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি সামসুল ২০/২৫ মোটর সাইকেল যোগে এসে নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। এসময় তারা দোয়াত-কলম মার্কার পোষ্টার ছিড়ে ফেলে ও কার্যালয়ে থাকা চেয়ার ভাংচুর করে চলে যায়।
অভিযুক্ত সামসুল হকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যব¯’া নেওয়া হবে।