ঝিনাইদহে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা সঞ্চয় অফিসের আয়োজনে শনিবার সকালে সঞ্চয় অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ ময়েন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর) আল মামুন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, সাবেক জেলা তথ্য অফিসার মনোরঞ্জন বিশ্বাস, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরে্যার সহকারী পরিচালক শেখ মোঃ সুরুজ্জামান।আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ সহ গন্যমান্য বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তি,ছাত্র-ছাত্রী,শিক্ষক। এসময় বক্তারা, মানুষকে সঞ্চয়ে উদ্বুর্দ্ধ করতে মুনাফার পরিমান বাড়াতে সরকারের প্রতি আহŸান জানান।