ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
বই উৎসবের মধ্যে দিয়ে ঝিনাইদহের সদর উপজেলার বিষয়খালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। বিষয়খালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া। এসময় ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুজ্জামান সাজ্জাদ, জেলা যুবলীগ নেতা রোকনুজ্জামান ওকমুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ।
এ বছর জেলার ছয় উপজেলায় ২ লাখ ১০ হাজার ৪’শ ৫২ জন শিক্ষার্থীদের মাঝে ২৮ লাখ ১৯ হাজার ১’শ ৪৩ টি বই বিতরণ করা হবে বলে জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এছাড়াও সকালে শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ, কেশবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খড়িখালী ময়াময় বালিকা বিদ্যালয়, কানুহরপুর দাখিল মাদ্রাসা, তেঁতুলতলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।