ঝিনাইদহে রমজান মাসে ৫০হাজার অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সমগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহের সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে রমজান উপলক্ষে অস্বচ্ছল পরিবারের মাঝে রমজান পর্যন্ত ৫০হাজার অস্বচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্র সামগ্রীর মধ্যে রয়েছে জনপ্রতি ১০ কেজি চাল, ১কেজি মসুড়ির ডাল ও ১ কেজি সয়াবিন তেল। ঝিনাইদহের জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় এ খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু’র সার্বিক তত্বাবধানে রমজান পর্যন্ত চলবে এ খাদ্য দ্রব্য বিতরণ কার্যক্রম চলবে।সার্বিক ভাবে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজ সেবক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,তবিবুর রহমান লাবু, ইউনুস আলী প্রমূখ।
জাহেদী ফাউন্ডেশন নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল জানায়, শুধু অসহায় গরীব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণই নই। ইতিপূর্বে, অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান, এতিম খানার শিশুদের সহায়তা ছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে জাহেদী ফাউন্ডেশন তাদের সাধ্যমত সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।