January 5, 2025
আঞ্চলিকলেটেস্ট

ঝিনাইদহে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষককে মারধর, থানায় সোপর্দ

 

 

ঝিনাইদহ প্রতিনিধি

যৌন নির্যাতনের অভিযোগে ঝিনাইদহ শহরের আলহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। তিন ছাত্রীকে যৌন নির্যাতন করায় অভিভাবকরা বুধবার দুপুরে স্কুলে গিয়ে তাকে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ বুধবার দুপুরে স্কুল থেকে আব্দুস সালামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। প্রধান শিক্ষক আব্দুস সালাম ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে। এক ছাত্রীর পিতা অভিযোগ করেন তার মেয়েকেও লম্পট প্রধান শিক্ষক স্পর্শকাতর জায়গায় হাত দিত। বাড়ি গিয়ে তার মেয়ে বিষয়টি জানায়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান খবরের সত্যতা স্বীকার করে জানান, শ্রেনী কক্ষে ৪র্থ শ্রেণীর তিন শিশু ছাত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানী করতো প্রধান শিক্ষক আব্দুস সালাম। বিষয়টি অভিভাবকদের জানালে তারা বুধবার দুপুরে প্রধান শিক্ষককে মারধর করে। এদিকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক আব্দুস সালামের বিরুদ্ধে বুধবার বিকালে একটি মামলা হয়েছে। কামারকুন্ডু গ্রামের শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন বলে সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *