December 27, 2024
আঞ্চলিক

ঝিনাইদহে মে দিবস পালিত

 

 

ঝিনাইদহ প্রতিনিধি ঃ “শ্রমিক মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাগর এর নেতৃত্বে হামদহস্থ অফিস হতে বিশাল মিছিল এসে জেলা প্রশাসনের আয়োজনের র‌্যালিতে অংশ নেয়। এছাড়াও জেলা রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন,ইমারত শ্রমিক ইউনিয়ন,হোটেল রেস্তরা শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন র‌্যালিতে অংশ নেয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, বিআরটি’র সহকারী পরিচালক বিলাস সরকার, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের দাউদ হোসেন,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাগর, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুরজামান খোকন,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াছমিন,জেলা রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইউসুফ আলী কাজল,সড়ক শ্রমিক ইউনিয়নের অফিস সহকারী কবি এমদাদ শুভ্র ডাবু। এসময় বক্তারা, শ্রমিকদের অধিকার আদায়ে সক্রিয় হওয়ার আহŸান জানান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *