ঝিনাইদহে মাশউক অফিসে আর্সেনিকমুক্ত সনো ফিল্টার বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) অফিসে আর্সেনিক মুক্ত সনো ফিল্টার বিতরন করা হয়েছে। “ইন্টিগ্রেটেড প্রোজেক্ট ইউথ আর্সেনিক মিটিগেশন, প্রি-স্কুল এডুকেশন, হেলথ সার্ভিস এন্ড ইনকাম জেনারেটিং এ্যাকটিভিটি ইন ঝিনাইদহ ডিসট্রিক্” প্রকল্পের ঝিনাইদহ সদর উপজেলার আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার” বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে সদর অফিসে বিনামূল্যে ৫২ ব্যাক্তির মধ্যে আর্সেনিক মুক্ত সনো ফিল্টার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মাশউক অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর কুষ্টিয়া প্রধান নির্বাহী কর্মকর্তা সেখ মনোয়ার আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে আলোচনা রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোকলেদা খাতুন মীম। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর কুষ্টিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহ আবুল আওয়াল, একাউন্টস এন্ড ফাইন্যান্স কো-অর্ডিনেটর লিটন মোলা, ঝিনাইদহ সদর শাখার প্রজেক্ট ম্যানেজার তৌহিদুল করিম, নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের প্রক্তন শিক্ষক মশিয়ার রহমান।