ঝিনাইদহে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক ও অভিভাবক সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি
‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এ শ্লোগানকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে ঝিনাইদহে শিক্ষক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের ডা. কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন।
এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম-আল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় উপ-পরিচালক মেহেরুননেছা, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।
এসময় জেলার ৬টি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবরা উপস্থিত ছিলেন। বক্তারা, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহŸান জানান।