ঝিনাইদহে ব্রাক অফিসের ইফতার মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি
রমজানের পবিত্রতাকে সম্মান জানাতে ইফতার মাহফিলের আয়োজন করে ঝিনাইদহের ব্রাক অফিস। গতকাল রবিবার ঝিনাইদহ ফ্যামিলী জোন- এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মহাফিলে স্থানীয় মসজিদের পেশ ইমাম বিশেষ মোনাজাত (দোয়া) করেন।
ইফতারে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত পুলিশ সুপার শৈলকুপা সার্কেল তারেক আল মেহেদী, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, এসএ টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল আহমেদ, সময় টেলিভিশনের প্রতিনিধি সোহাগ আলী, জেলা ব্রাক প্রতিনিধি শফিকুল ইসলাম, শামিম রেজা, সিও সংস্থার অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মাফিদুন্নেছা শিলাসহ ব্রাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।