ঝিনাইদহে বিশ্ব ক্রীড়া দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি ঃ ‘ক্রীড়াই বিশ্ব সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ক্রীড়া দিবস পালিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস বক্তব্য রাখেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, সদস্য জয়নুল আবেদিন, নাজিম উদ্দিন জুলিয়াস, ক্রিকেট কোচ শাহেদ আল নুর লিবন, নুরুজ্জামান, ফুটবল কোচ রাহাত, মহিলা কাবাডী কোচ সুরাইয়া খাতুন, কারাতে কোচ শরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, ক্রীড়াঙ্গণে তৃণমুল পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহŸান জানান।