December 23, 2024
জাতীয়

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন; এছাড়া এতে আহত হয়েছেন আরও দুইজন। জেলার রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আনন্দনগর গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার খয়রা গ্রামের খায়রুল ইসলাম (৩৫) ও নিজাম উদ্দিন (৫০)। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি।

এসআই রবিউল বলেন, বিকালে তারা ওই গ্রামের জামির মালিথার ক্ষেতে ধানের চারা লাগাচ্ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এ দুর্ঘটনায় জমির মালিক জামির মালিথা ও তার ভাতিজা সাব্বির আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *