January 8, 2025
জাতীয়

ঝিনাইদহে পৃথক সড়কে পুলিশসহ নিহত ২

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া ট্রলি উল্টে নিহত হয়েছেন এক চালক। নিহতরা হলেন জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে কনস্টেবল ইসমাইল হোসেন ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের নসির উদ্দিনের ছেলে ট্রলি চালক হেলাল উদ্দিন (৪০)।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, শনিবার সকাল ১০টার দিকে খড়বোঝাই একটি ট্রলি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি উল্টে যায়। এ সময় খড়ের নিচে চাপা পড়ে চালক হেলাল ঘটনাস্থলেই মারা যান। আর কনস্টেবল ইসমাইল মারা যান শুক্রবার রাতে।

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, কনস্টেবল ইসমাইল চুয়াডাঙ্গার দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। রিশখালীতে এসে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি গাছে ধাক্কা খায়। এতে ইসমাইল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতেই তিনি মারা যান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *