ঝিনাইদহে পরকীয়ার জেরে মুয়াজ্জিন হত্যা : পুলিশ
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহ সদর উপজেলায় পরকীয়ার জেরে মসজিদের মুয়াজ্জিন সোহেল রানা হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ মামলায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তররা হলেন- রাজু আহমেদ ও তার স্ত্রী জুলিয়া বেগম। জেলার পুলিশ সুপার মো.হাসানুজ্জামান বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল। জুলিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দিয়েছেন।
তিনি বলেন, জুলিয়ার সঙ্গে রানার প্রেমের সম্পর্ক ছিল। রাজুর সঙ্গে বিয়ের পরও জুলিয়া সোহেলের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। রাজু এ ঘটনা জানার পর সোহেলকে হত্যার পরিকল্পনা করে। “সোমবার রাতে ন্ত্রীকে দিয়ে মোবাইল ফোনে সোহেল রানাকে ডেকে আনে। তারপর চারজন জন মিলে পাটক্ষেতে নিয়ে গিয়ে সোহেলকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করে। লাশ পাট ক্ষেতে ফেলে রেখে যায়।” এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।