ঝিনাইদহে নেতাকর্মীদের সাথে এমপি’র কুশল বিনিময়
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় ও দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শিশু একাডেমী প্রাঙ্গনে জেলা মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন ঝিনাইদহ মাগুরা মহিলা আসনের এমপি খালেদা খানম।
নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় সময় নেতা-কর্মীদের সুখ-দুঃখের কথা মনোযোগ সহকারে শোনেন। কুশল বিনিময় শেষে ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝিনাইদহ মাগুরা মহিলা আসনের এমপি খালেদা খানম এর উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুলছুম হাসান।
আলোচনা রাখেন এমপি খালেদা খানম, বেবি রহমান, নুর এ গুলশান, আনজুমান আরা, বেদেনা খাতুন, মারিহা আলম, চামেলী রহমান, গুলশান আরা খাতুন, পারভীন আক্তার, বেদানা খাতুন, মৌসুমি মমুল বেলি, ওয়াজেবু নাহার, নাসিমা সিদ্দীকী বুলবুলি, রাবেয়া সিদ্দীকি, মমতাজ পারভীন, কল্পনা বেগম, আল্পনা খাতুন, ওজলা খাতুন, হাসিনা খাতুন, মেহেরুন্নেছা মেরী, মমতাজ বেগম, খদিজা পারভীন, রেহেনা সালাম, সাহিরা বেগম, ফিরোজা বেগম, সুফিয়া পারবীন, ছালাম আক্তার, জহুরা খাতুন, ফাতেমা রহমান, মনোয়ারা বেগম প্রমূখ।
প্রয়াত নেত্রী ফিরোজা খাতুনের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালক করা হয় ও মহিলা আসনের এমপি খালেদা খানম দোয়া মাহফিলের প্রস্তাব দিলে সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহন করা হয়।