ঝিনাইদহে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সাশ্রয়ী স্কুলিং প্রোগ্রাম
ঝিনাইদহ প্রতিনিধি
‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, সাশ্রয়ে জ্বালানি সমৃদ্ধ আগামী’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সাশ্রয়ী স্কুলিং প্রোগ্রাম। জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ড.কে আহমদ পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেডা’র চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ¯্রডোর সদস্য সিদ্দিক জোবায়ের, সালিমা জাহান, মনজুর মোর্শেদ।