December 23, 2024
আঞ্চলিক

ঝিনাইদহে ধানের ন্যায্যমূল্যের দাবিতে স্মারকলিপি পেশ

 

ঝিনাইদহ প্রতিনিধি

ধানের ন্যায্য মূল্যের দাবিতে গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল ঝিনাইদহ জেলা শাখার নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উলে­খ করা হয়, ধানের উৎপাদন খরচের চাইতে ধানের বর্তমান বাজার মূল্য অনেক কম। এতে কৃষকের মাঝে হাহাকার বিরাজ করছে। উৎপাদন খরচের চাইতে তিন শ’ টাকা কমে ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে। বিঘাপ্রতি কৃষকের ক্ষতি হচ্ছে ৬ হাজার টাকা। সরকার প্রতিমণ ধান এক হাজার ৪০ টাকা দরে ক্রয় করার কথা বললেও কৃষকের হাতে যাচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা। নেতৃবৃন্দ মধ্যস্বত্ত ও সুবিধাভোগীদের কাছ থেকে ধান ক্রয় না করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

জাতীয়তাবাদী কৃষকদল খুলনা বিভাগীয় সদস্য সচিব ও ঝিনাইদহ জেলা কৃষকদলের আহŸায়ক আনোয়ারুল ইসলাম বাদশার নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের নেতা মিজানুর রহমান, লাবলুর রহমান বাবলূ, আব্দুর রশিদ মোহন, সামসুল ইসলাম, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. এনিরুল ইসলাম মিল্টন, রোকনুজ্জামান রোকন, আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *