ঝিনাইদহে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ পৌসভার ডাঃ কে আহম্মেদ কমিউনিটি হলে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে এবং ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও তাহমিদ ফাউন্ডেশনের সহায়তায় পৌরসভার ১৩টি অনুন্নত এলাকার ৮৫জন ছাত্র/ছাত্রীর মধ্যে স্কুলব্যাগ, স্কুল ড্রেস, গাইড, খাতা, কলম, পেন্সিল, ক্লিপ বোর্ড ইত্যাদি শিক্ষা সমগ্রী বুধবার দুপুরে বিতরণ করা হয়। পৌরসভার মেয়র সাইদুলকরিম মিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক সমন্বয়কারী ইকরাম হোসেন, পৌরসভার সচিব মুস্তাক আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: সিরাজুল হক, বস্তি উন্নয়ন কর্মকর্তা বদরউদ্দিন ও পৌর কাউন্সিলরবৃন্দ। উলেখ্য যে, ২০১৮ সালে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহায়তায় ৮২ জন ছাত্র/ছাত্রীর মধ্যে শিক্ষা সমগ্রী বিতরণ করা হয়ে ছিলো।