ঝিনাইদহে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ৩ বাইক আরোহী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে একটি মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। উপজেলার জাগুশা গ্রামে শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মহেশপুর থানার ওসি মুর্শেদ হোসেন খান জানান।
নিহতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নলিকুÐু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির হোসেন (১৮), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু আহমেদ (২০) ও জীবননগরের নজু (৪৫)।
ওসি বলেন, মোটর সাইকেলের তিন আরোহী একটি বরযাত্রার সঙ্গে মহেশপুরের দিকে যাচ্ছিলেন।পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার বনশ্রী রানী ভদ্র বলেন, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। দুঘটনার পর ট্রাক্টরটি আটক করা হলও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।