ঝিনাইদহে টাকা না দেওয়ায় মা ও নানীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে নিজের মা ও নানীকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক, যাকে মাদকাসক্ত বলছেন স্থানীয়রা। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, বৃহস্পতিবার রাতে মহেশপুরে পৌর এলাকার নওদাগ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে মর্জিনা খাতুন ও মর্জিনার মা শামসুন্নাহার (৭০)। মহেশপুর বালিকা বিদ্যালয়ের ল্যাব সহকারী মর্জিনার ছেলে ইমরানকে (২৬) খুঁজছে পুলিশ।
ওসি রাশেদুল আলম বলেন, রাতে ইমরান তার মায়ের কাছে টাকা চায়। তা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সে তার মা ও নানীকে কুপিয়ে জখম করে। শুক্রবার ভোররাতে যশোর সদর হাসপাতালে ওই দুই নারীর মৃত্যু হয় বলে জানান ওসি। তিনি বলেন, ইমরান মানসিক বিকারগ্রস্থ। এর আগে পাবনা মানসিক হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে এলাকাবাসী বলছে, ইমরান মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই সে মাকে মারধর করত। নেশার টাকা না পেয়েই সে এ ঘটনা ঘটিয়েছে।