ঝিনাইদহে জেলা বাউল সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
রমজানের পবিত্রতাকে সম্মান জানাতে ইফতার মাহফিলের আয়োজন করে ঝিনাইদহ জেলা বাউল সমিতি। গতকাল শনিবার বাদ আছর ঝিনাইদহ জেলা বাউল সমিতির কার্যালয় প্রাঙ্গনে মত বিনিময় ও দোয়া মাহফিল ও মাগরিবের আযানে ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়।
জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশার সার্বিক তত্ববধানে ইফতার মাহফিলে উপস্থিত থেকে ইফতার মাহফিলে অংশ নেন সিও সংস্থার সহকারী পরিচালক তোফাজ্জেল হোসেন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হায়দার আলী, জেলা বাউল সমিতির সভাপতি নুরুদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, মিনুসহ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। ইফতার মহাফিলে স্থানীয় মসজিদের পেশ ইমাম বিশেষ মোনাজাত (দোয়া) করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।