ঝিনাইদহে জিংক ধানের মাঠ দিবস ও নমুনা ফসল কর্তন
ঝিনাইদহ প্রতিনিধি
গতকাল বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভরতপুর গ্রামে জিংক সম্মৃদ্ধ ব্রি ধান৭৪ জাতের ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। হারভেস্টপ্লাস বাংলাদেশের “ডেলিভারি অব হাই জিংক রাইস ইন বাংলাদেশ” প্রকল্পের সহযোগি সংস্থা হিসেবে স্থানীয় এনজিও উন্নয়ন ধারা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি.এম আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি স¤প্রসারণ অফিসার রোকনুজ্জামান, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া, উন্নয়ন ধারার পিএফএসএসএ প্রকল্পের সমন্বয়কারী হায়দার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানারা পারভীন, শাহেদ আলী এবং উন্নয়ন ধারার হারভেস্ট প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ কৃষ্ণ দাস সাহা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কানোহারপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষাণ-কৃষাণীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন হারভেস্ট প্লাস প্রকল্পের ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহম্মেদ রনি।