ঝিনাইদহে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে শুরু হয়েছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনুর্দ্ধ ১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। গতকাল রোববার সকালে শহরের বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস। এসময় পৌর কাউন্সিলর তোফাজ্জেল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নাজমুল হুদা পলাশ, বিসিবির কোচ ফরহাজুর রেজা মুন্না, অফিস সহকারী শহিদুর রহমানসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
রোববার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। ওয়ানডে ভিত্তিতে এ খেলায় জেলার ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। ৫০ ওভারের এ খেলায় উদ্বোধনী দিনে সরকারি বালক বিদ্যালয় ও কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করেন।