ঝিনাইদহে গৃহবধূ ধর্ষণের মামলায় ‘কবিরাজ’ গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝিনাইদহের মহেশপুর উপচেলায় নিখোঁজ স্বামীকে ফিরিয়ে এনে দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের মামলায় এক কথিত কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশপুর উপজেলার বগা গ্রাম থেকে শনিবার রাতে আব্দুল কুদ্দুসকে (৪৮) গ্রেপ্তার করা হয় বলে মহেশপুর থানার ওসি মুর্শেদ হোসেন খান জানান। আব্দুল কুদ্দুস যশোরের চৌগাছা উপজেলার কোমনপুর গ্রামের মো. আলি বিশ্বাসের ছেলে।
ওসি বলেন, বগা গ্রামে এক ব্যক্তি পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই বছর আগে বাড়ি থেকে চলে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। স্বামীকে ফেরত পাওয়ার জন্য শনিবার ওই নারী ‘কবিরাজ’ কুদ্দুসের কাছে যান। এ সময় স্বামীকে ফিরিয়ে আনার কথা কুদ্দুস তাকে ধর্ষণ করে।
ঘটনাটি জানাজানি হলে রাতেই গ্রামবাসী কুদ্দুসকে আটক করে থানায় খবর দিলে গিয়ে তাকে আটক করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান ওসি।