ঝিনাইদহে করোনার লক্ষণ নিয়ে ছাত্র হাসপাতালে
দক্ষিণাঞ্চল ডেস্ক
সর্দি, জ্বর, কাশি ও মাথাব্যথা নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজছাত্রকে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল সোমবার তাকে ঝিনাইদহ শহরে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সিভিল সার্জন সেলিনা বেগম জানান।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আল মামুন জানান, সোমবার সকালে সর্দি, জ্বর, কাশি ও মাথাব্যথা নিয়ে এই ছাত্র শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। পরে এখান থেকে তাকে জেলা সদরে শিশু হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সিভিল সার্জন সেলিনা বেগম জানান, শৈলকুপা থেকে তাকে এনে শিশু হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার রোগ এখনও শনাক্ত করা যায়নি। ঢাকা আই্ইডিসিআর থেকে বিশেষজ্ঞ এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন। পরীক্ষার পর তিনি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন কিনা তা জানা যাবে।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ছাত্রটি যে বাড়ি থাকত তার বাসিন্দাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরিবারের সদস্যের প্রযোজনীয় খাবার সরবরাহের দায়িত্ব নিয়েছেন শৈলকুপা পৌর মেয়র। ঢাকার এ ছাত্র শৈলকুপায় নানাবাড়ি থেকে পড়াশোনা করেন। ঢাকা থেকে গত ১৪ মার্চ তিনি শৈলকুপায় নানার বাড়ি আসেন। সেখানে থেকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা।