ঝিনাইদহে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী শৈলকুপা উপজেলার টংবিলা গ্রামের শ্রী শ্রী গৌর গোবিন্দ মঠ ও মিশন কমিটির আয়োজনে এ সেবা প্রদান করা হয়। দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা নিউরো সাইন্স ইনস্টিটিউটের ৮ জন চিকিৎসক। এছাড়াও আগতদের বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় ও ডায়াবিটেস পরীক্ষা করা হয়। চিকিৎসা সেবা দেওয়ার পর রেগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।
কমিটির সভাপতি রঞ্জিত বিশ্বাস ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বলেন, সেবাব ব্রত নিয়ে আমরা কাজ করছি। গ্রামের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে আমাদের এ আয়োজন। চিকিৎসা সেবা গ্রহণ শেষে রোগীরা সন্তষ্টি প্রকাশ করে এ সেবা আগামীতেও অব্যাহত রাখার আহŸান জানিয়েছেন।