December 27, 2024
আঞ্চলিক

ঝিনাইদহে ইউএনও কাপ পেশাজীবি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ইউএনও কাপ পেশাজীবি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার ডিগ্রি কলেজ মাঠে এ প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। শেষ দিনের খেলায় প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন কলেজ শিক্ষক একাদশকে ২০ রানে হারিয়ে শিরোপা অর্জন করে শৈলকুপা উপজেলা পরিষদ একাদশ।

খেলার শুরুতে টসে হেরেও ব্যাটিংয়ের সুযোগ পায় উপজেলা পরিষদ একাদশ। নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা অর্জন করে ১৫৫ রান। জবাবে দ্বিতীয়য়ার্ধে কলেজ শিক্ষক একাদশ ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে অর্জন করে ১৩৫ রান। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য (ঝিনাইদহ-১)আব্দুল হাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সোবহান, শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার ইউনুস, ভাইস চেয়ারম্যান শামীম হোসনে মোল­া, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরনি লিপি। ‘ধুমপান ও মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১২ এপ্রিল এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এতে উপজেলার ৮টি পেশাজীবি দল অংশগ্রহণ করে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *