December 22, 2024
আঞ্চলিক

ঝিনাইদহে আত্মরক্ষামূলক কলাকৌশল শিখছে মেয়েরা

ঝিনাইদহ প্রতিনিধি

আত্মরক্ষা মূলক কলাকৌশল শিখছে মেয়েরা। গতকাল শুক্রবার বিকালে ঝিনাইদহে বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে আত্মরক্ষায় মার্শাল আর্ট ট্রেনিং চলছে।ব র্তমানে মেয়েরা এখন অনেকটাই সচেতন হচ্ছে। রাস্তায় বের হলে বকাটে ছেলেদের উৎপাত আবার রাস্তা ঘাটে স্কুল কলেজে যেতে অনেক বাধার সম্মূক্ষিন হতে হয়। ছেলে-মেয়েদের স্কুল-কলেজে পাঠিয়ে অভিভাবক চিন্তায় থাকে, যার কারনে দেখা যাচ্ছে মেয়েরা এখন আত্মরক্ষার দিকে অগ্রসর হচ্ছে দিন-দিন।

এখন ঝিনাইদহে বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে আত্মরক্ষামূলক কলাকৌশল শিখছে মেয়েরা।এতে শরীর সুস্থ থাকবে, দেহ ও মন ভাল থাকবে। খারাপ কাজ থেকে মেয়েরা ভাল থাকবে ও সুন্দর চারত্রের অধিকারী হবে। ইয়াংড্রাগ মার্শাল আর্ট সেনসর দি ফাইটার স্কুল ঝিনাইদহের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক চিত্রনায়ক মাসুম পারভেজ (রুবেল) ব্ল্যাকবেল্ট স্থানীয় প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম। ব্ল্যাকবেল্ট সপ্তাহে তিন দিন প্রশিক্ষন দেন। সোম, বুধ ও শুক্রবার বিকালে বীরশ্রেষ্ট হামিদুর রহমান স্টেডিয়ামে ব্ল্যাকবেল্ট প্রশিক্ষক দিচ্ছেন।

ব্লাকবেল্ট স্থানীয় প্রশিক্ষক মোঃ শরিফুল ইসলাম এ প্রতিবেদকে জানান, ছেলেমেয়েদের স্কুল-কলেজে পাঠিয়ে অভিভাবক চিন্তায় থাকে, যার কারনে মেয়েরা এখন আত্মরক্ষার জন্য আত্মরক্ষা মূলক কলাকৌশল শিখছে মেয়েরা। এতে শরীর সুস্থ থাকবে,দেহ ও মন ভাল থাকবে। খারাপ কাজ থেকে মেয়েরা বিরত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *