ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড় এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। তবে তার নাম বা পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, রোববার সকালে পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় ব্যবসায়ীরা। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন থানায় নিখোঁজের যে জিডি আছে তা মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় শনাক্তকরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্ত ও লাশের পরিচয় পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।