ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমীর ঈদ সামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে অংকুর নাট্য একাডেমী মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। অংকুর নাট্য একাডেমীর সভাপতি মসলেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ।
অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম-সংগঠন (আসাফো) কেন্দ্রীয় কমিটির নেতা সহকারী অধ্যাপক আকমল হোসেন, অংকুর নাট্য একাডেমীর দাতা সদস্য হায়দার আলী, মর্নিং বেল চিল্ড্রেন একাডেমীর পরিচালক অধ্যক্ষ শাহিনুর আলম লিটন, সহ-সভাপতি বিশিষ্ট নাট্যকর ইসাহাক আলী, অংকুর নাট্য একাডেমীর সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদশতাধিক দুস্থ, অসহায়দের মাঝে সেমাই, চিনি, চাল, ডাল, তেলসহ ১৩ রকমের ঈদ সামগ্রী বিতরণ করেন।