ঝিনাইদহের হরিশংকুরপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকুরপুর ইউনিয়নে ২০১৯-২০ অর্থ বছরে ৮০ লাখ ১৩ হাজার ১ শত ৬৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। গতকাল সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মক্ত বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম।
হরিশংকুরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন ইউপি সচিব কুবাদ আলী, সংরক্ষিত মেম্বর সালেহা বেগম, আনোয়ারা বেগম, মেম্বর আঃ সালেক, নাসিরুল ইসলাম, আবু বকর হোসেন, গোলাম কিবরিয়া, আশরাফুল ইসলাম, মোদাছার মোল্যা, মীর রওশন আলী, গোলাম কিবরিয়া, মীর রওশন আলী, গোলাম মোস্তফা, টিটন মন্ডল, বাটা মুন্সি, বিআরডিবি’র শান্তিলতা, ভেটেনারী আবু হানিফ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, ভিজিডি প্রকল্পের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা প্রমূখ।
উন্মুক্ত বাজেট সভায় সাংবাদিক সাজ্জাদ আহমেদ ইউনিয়নের সকল স্কুলের শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সমাজকর্মীসহ ৮ শতাধিক সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়।