ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন পরিষদে হনুমানের আগমন \ শত জনতার ভীড়
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন পরিষদে হুনুমানের আগমন লক্ষ করা গেছে। এসময় অবলা প্রাণী হুনুমানটিকে মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল অফিস থেকে এসে খাবার দেন। গতকাল সোমবার দুপুরে চলার পথে শত-শত জনতা হুনুমানটি একনজর দেখতে মধুহাটি ইউনিয়ন পরিষদের সামনে ভীড় করে।
এসময় বিভিন্ন পথচারী, ইউনিয়ন পরিষদের আশা নারী-পুরুষ হুনুমানটিকে খাবার দিতে গেলেও তা নেইনি। কন্তু অবলা প্রাণী হুনুমানটিকে মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল কলা সহ বিভিন্ন খাবার দিলে তা সহজেই নেয়।
মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল বলেন, শুধু অবলা প্রাণীই নয়, যেকোন খুধার্ত প্রাণী বা শ্রেষ্ঠ জীবকে খাবার দেওয়া উত্তম। তাই আমার পূর্ব পুরুষেরাও ক্ষুধার্ত প্রাণী বা শেষ্ট জীবকে খাবার দিয়েছেন। তবে পথ চারিরা মন্তব্য করেছে, ইউনিয়ন পরিষদ সুন্দর্য বৃদ্ধি হওয়ায় অবলা প্রাণী হুনুমানটি দেখতে এসেছে। বিভিন্ন প্রাণী দিয়ে সাজানো হলেও হুনুমান না থাকায় ইউনিয়ন পরিষদ সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে না, তাই হনুমান এসে বসে আছে। আবার কেউ বলেছে ক্ষুধার্ত তাই এসেছে।