ঝিনাইদহের বাস শ্রমিকদের মাঝে পানজামী ও সেমাই-চিনি বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের বাস শ্রমিকদের মাঝে পানজামী ও সেমাই-চিনি বিতরন করা হয়েছে। ঝিনাইদহ বাস মালিক সমিতির প্রতিষ্ঠাতা প্রয়াত নূর নবী সিদ্দীকীর ৩য় কন্যা রাবেয়া সিদ্দিকী শেলী’র অর্থায়নে ৩ শতাধিক বাস শ্রমিকদের মাঝে পানজামী ও সেমাই-চিনি বিতরন করা হয়েছে। পৌর কৃষকলীগের যুগ্ম আহবায়ক হানিফ খাঁন এর উদ্যোগে গতকাল রবিবার সকালে জেলা শহরের অগ্নিবীনা সড়কের মেসার্স লাবন্য ইউ.পি.ভি.সি ডোর হাউজে এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবিকা জনদরদী রাবেয়া সিদ্দিকী শেলী, জেলা কৃষক লীগের সাংস্কৃতিক সম্পাদক শুভংকর দত্ত গোবিন্দ, পৌর কৃষকলীগের নেতা রুবেল ভূইয়া প্রমূখ। আলোচনা শেষে ৩ শতাধিক বাস শ্রমিকদের মাঝে পানজামী ও সেমাই-চিনি বিতরণ করা হয়েছে।
আলোচনায় বিশিষ্ট সমাজ সেবিকা জনদরদী রাবেয়া সিদ্দিকী শেলী বলেন, শুধু শ্রমিকদের মধ্যেই নয়, আগামীতে গরীব-দুঃখী মানুষের মাঝে সহযোগিতা করতে চাই। গরীব-দুঃখী মানুষের মাঝে থাকতে চাই। সুখ-দুঃখ ভাগা-ভাগী করে নিতে চাই।