ঝিনাইদহের জিংক সমৃদ্ধ ব্রি ধান সম্পর্কে উঠান বৈঠক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের সিও সংস্থার আয়োজনে জিংক সমৃদ্ধ ব্রি ধান সম্পর্কে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নিত্যানন্দপুর গ্রামে হারভেস্ট প্লাস এর সহযোগিতায় সোসিওইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও) কর্তৃক বাস্তবায়নে কৃষকদের জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২, ব্রি ধান৬৪, ব্রি ধান৭২ ও ব্রি ধান৭৪ সম্পর্কে উঠান বৈঠকের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উঠান বৈঠক প্রশিক্ষন প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান। উঠান বৈঠকে জিংক সম্পর্কে আলোচনা করেন।
এছাড়া মানুষের জিংকের অভাবে জ্বর ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমনে প্রবণতা বৃদ্ধি পেতে পারে ও শিশুদের ক্ষুধামন্দা দেখা দেয়। জিংকের অভাবে গর্ভবতি মায়ের শারীরিক দুর্বলতা দেখা দেয় ও গর্ভেও বাচ্চার ¯œায়ুতন্ত্র এবং মেধারক্ষতি গ্রস্থ হয়। ডায়রিয়া, নিউমনিয়া, ম্যালেরিয়া আকান্ত্র শিশুদের জিংক সেবনে এ রোগের তীব্রতা হ্রাস পায়।