ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে ২০১৯-২০ অর্থ বছরে ৮৩ লাখ ৭৮ হাজার ৩শত ৮৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ উন্মক্ত বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন।
ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন ইউপি সচিব কামরুজ্জামান সংরক্ষিত মেম্বর রীতা সিদ্দিক, রওশন আরা বেগম, সোনালী বিশ্বাস, মেম্বর নাছির শিকদার, তোছির উদ্দীন, আব্দুল মান্নান, আশিকুর রহমান রাজিব, আব্দুল বাতেন, মেম্বর কোটন বিশ্বাস, সাধন বিশ্বাস, হরষিদ কুমার বিশ্বাস, শাহিন আলম, ইদ্রিস আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মনি কুমার বিশ্বাস, ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা প্রমূখ।