ঝিনাইদহসহ দেশের ১শত ১টি শাখায় সিও সংস্থার দোয়া ও ইফতার মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি ঃ ঝিনাইদহসহ দেশের ১শত ১টি শাখায় সিও সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রমজানের ২০ তম দিনে সিও সংস্থার শাখা গুলোতে প্রায় ৮ হাজার মানুষের মাঝে এ ইফতার বিতরণ হয়। এ সময় সিও সংস্থার ঝিনাইদহের প্রধান কার্যালয়ের সামনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিও সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম, সহকারী নির্বাহী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন, পরিচালক ঋণ মোঃ ওহিদুর রহমান, সহকারি পরিচালক ঋণ মোঃ আনোয়ারুল ইসলাম, জোনাল হিসাব রক্ষক মোঃ আমিনুর রহমান, আই.টি অফিসার রাজু আহমেদ, সোহেল পারভেজ, ফারুক আহমেদসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ইফতার মাহফিলে পথশিশু, পথযাত্রী, স্থানীয় মসজিদ, মাদ্রাসার শিক্ষার্থী ও বাসাবাড়িসহ এলাকার সর্বস্তরের মানুষের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।