ঝালকাঠি জেলা কল্যাণ সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশ-জাতি ও বিশ্ববাসির পরিত্রাণের জন্য ঝালকাঠি জেলা কল্যাণ সমিতি খুলনা’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আল-হেরা জামে মসজিদ, খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ মো: দেলোয়ার হোসেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বিসিডিএস খুলনা’র সভাপতি আলহাজ্ব মো: মোজাম্মেল হক।
বরিশাল বিভাগীয় আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এ্যাড. রুস্তম আলী মৃধা। জেলা শিক্ষা অফিসার মু: শাহ আলম। সমিতির সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান, সহ-সভাপতি আলহাজ্ব রুস্তম আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাজ্জাক হোসেন, সাংগাঠনিক সম্পাদক ইঞ্জি: সাজ্জাদ হায়দার, মো: শফিকুল ইসলাম, মো: বেলায়েত হোসেন, মো: হেলাল উদ্দিনসহ সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মসজিদের মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
দাদা ম্যাচ মসজিদের ইমাম মাওলানা মাহামুদুল হাসান নূরীসহ ওলামায়েকেরাম উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন খুলনা আলিয়া মাদরাসার প্রধান মোফাস্সির আলহাজ্ব মাওলানা মো: মুশফিকুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন আলহেরা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি মাওলানা রিয়াদুল ইসলাম শফিক।