April 21, 2025
জাতীয়

ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্রী ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

ঝালকাঠিতে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া বার্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আফসার আলী কাগজীর ছেলে কর্ভাডভ্যান চালকের সহকারী নূরে আলম কাগজী (২৪) ও সাতুরিয়া বোর্ড অফিস এলাকার মাহে আলমের ছেলে রাকিব হাওলাদার (১৯)।

পুলিশ কর্মকর্তা সাখাওয়াত বলেন, বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে কাগজী ও রাকিব মেয়েটিকে তুলে নিয়ে যায়। পরে কাগজী মেয়েটিকে ধর্ষণ করে এবং রাকিব তাকে সহযোগীতা করে। মেয়েটি বাড়ি ফিরে পরিবারকে জানালে জানায়। বিকালে মেয়েটির বাবা বাদী হয়ে কাগজী ও রাকিবের নামে থানায় মামলা করেন বলে জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *