ঝালকাঠিতে ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১
দক্ষিণাঞ্চল ডেস্ক
ঝালকাঠিতে ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ। গতকাল শনিবার দুপুরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার) দিনগত রাতে ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল গ্রামে একটি ট্রলার নিয়ে প্রবেশ করেন তিনজন ব্যক্তি। পরে তারা স্থানীয় কৃষক তোফাজ্জেল হোসেন মৃধার বাড়ির গোয়ালে ঢুকে একটি গরু চুরি করে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তোফাজ্জেল ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা গরুসহ এক ব্যক্তিকে আটক করলেও অন্য দুইজন পালিয়ে যান। পরে আটক ব্যক্তিকে রাতেই গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ওই ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।