ঝালকাঠিতে এক ইউপি সদস্য আক্রান্ত
ঝালকাঠিতে এক ইউপি সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
বৃহস্পতিবার ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হা্ওলাদার এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্ত ব্যক্তি সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সদস্য। এনিয়ে জেলায় এ রোগে আক্রান্তের সংখ্যা চারজনে দাঁড়াল।
সিভিল সার্জন বলেন, “বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় ওই ইউপি সদস্যের করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। প্রাথমিক অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
গত ১১ এপ্রিল ঝালকাঠিতে প্রথম এক পরিবারের তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে ঢাকা ফেরত পুলিশের এক এসআই, ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ ২৭৩ জনকে বাধ্যতামূলক হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং ১৮৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে সিভিল সার্জন জানান।