জয় বাংলা কনসার্টের নিবন্ধন শুরু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনে ষষ্ঠবারের মতো হতে যাওয়া ‘জয় বাংলা কনসার্ট-এর নিবন্ধন শুরু হয়েছে।
কনসার্টে অংশগ্রহণের জন্য মঙ্গলবার থেকে নিবন্ধন শুরু হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গ সংগঠন ইয়াং বাংলা প্রতি বছরের মতো এবারও ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করছে, যার দশ দিনের মাথায় শুরু হবে জাতির জনকের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী আয়োজন।
সিআরআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মুজিববর্ষে আরও একবার ফিরে এলো জয় বাংলা কনসার্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবর্ষকে ঘিরে চলা আয়োজন এবার ভিন্নমাত্রা যোগ করবে জয় বাংলা কনসার্টে।”
২০১৫ সাল থেকে প্রতিবছর হয়ে আসা এই কনসার্টে ফিরিয়ে আনা হয় একাত্তরের যুদ্ধদিনের অনুপ্রেরণা যোগানো গানগুলো।
এবারও প্রতিটি ব্যান্ডই নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে এবং অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর হলোগ্রাফিক শো প্রদর্শিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সাতই মার্চ বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত কনসার্ট চলবে। তাতে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল এফ মাইনর ব্যান্ড, মিনার রহমান, ভাইকিং, এভোয়েড রাফা, ক্রিপটিক ফেইট, লালন, শূন্য, আরবোভাইরাস, চিরকুট, নেমেসিস ও ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ড।
নিবন্ধনের নিয়মপাসপোর্ট সাইজের ছবি ও ফটো আইডির সফট কপি নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় খেয়াল রাখতে হবে জাতীয় পরিচয়পত্রের নামের সঙ্গে যেন রেজিস্ট্রেশনের জন্য দেওয়া নামের সম্পূর্ণ মিল থাকে।
http://ticket.youngbangla.org/ লিঙ্কে গিয়ে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের নিয়মাবলী নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার মুজিববর্ষে কী অঙ্গীকার করছেন, তা লিখতে হবে। তারপর বলা হবে, শর্তাগুলো পড়ে ‘অ্যাকসেপ্ট’ চাপতে। এরপর নিচের ফরমে লেখা তথ্যগুলো পূর্ণ করতে বলা হবে।
সেখানে ফটো আইডি হিসেবে কলেজের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি বা ড্রাইভিং লাইসেন্সের কপি ব্যবহার করতে হবে। সব কিছু সঠিকভাবে পূরণ হয়ে গেলে ‘সাবমিট অ্যান্ড গেট ফ্রি টিকেট’ অপশনে ক্লিক করতে হবে।
সিআরআই জানায়, এবার আসন থাকা অনুসারে রেজিস্ট্রেশেনের জন্য আবেদন করা যাবে। সে হিসেবে প্রথম দিনেই আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে রেজিস্ট্রেশন স্বপ্রণোদিতভাবে বন্ধ হয়ে যাবে।
যে সব বিষয় সম্পর্কে জানা জরুরি
১. এবার অবশ্যই ই-টিকেটের রঙিন প্রিন্টেড কপি (বারকোড ও ছবিসহ) দেখিয়ে মাঠে প্রবেশ করতে হবে। প্রিন্টেড কপিতে নিবন্ধনের কিউআর কোড না থাকলে প্রবেশ করতে দেওয়া হবে না। ই-টিকেটের ছবির সঙ্গে উপস্থিত ব্যক্তির চেহারা না মিললে প্রবেশ করতে দেওয়া হবে না। (নিবন্ধনে ব্যবহৃত ফটো আইডি সঙ্গে রাখতে হবে)।
২. জয় বাংলা কনসার্টের টিকেট বিনামূল্যে ইয়াং বাংলার ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশেনের মাধ্যমে নিতে হবে। কেউ নকল বা কোনোভাবে অর্থের বিনিময়ে টিকেট নিয়ে এলে প্রবেশ করতে দেওয়া হবে না।
৩. একজন শ্রোতা যতবার গেটের বাইরে যাবেন ততবার তার টিকেটে দাগ দেওয়া হবে। মাঠে পুনরায় প্রবেশ করতে হলে টিকেট স্ক্যান, আইডি চেক এবং নিরাপত্তা চেক করা হবে।
৪. মাঠে ধূমপান, অ্যালকোহল বা অন্য সব ধরনের নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করা যাবে না।
৫. বড় আকৃতির ব্যাগ নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। ব্যাগ বা পার্সের আয়তন ৬ ইঞ্চি* ১২ ইঞ্চির কম হতে হবে।
৬. বাইরে থেকে খাবার ও পানি নিয়ে ঢোকা যাবে না। ফুড কোর্টে খাবার ও পানীয় পাওয়া যাবে। মাঠে বিনামূল্যে খাবার পানি পাওয়া যাবে।
৭. পাওয়ার ব্যাংক, হেডফোন, ক্যামেরা, ভিডিও ও সাউন্ড রেকর্ড করার যন্ত্র নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। গান পরিবেশনের সময় মোবাইল ফোন সাইলেন্ট রাখতে হবে।
৮. কনসার্ট ভেন্যু সিসি ক্যামেরার আওতায় থাকবে। পাস নিয়ে কনসার্টে আগত সবাই কনসার্টের অংশগ্রহণকারী হিসেবে ছবি, ভিডিও ও সাউন্ড রেকর্ডিংয়ের অংশ হওয়ার অনুমতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে।
৯. অনুষ্ঠানের আয়োজক দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বা অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত, বাতিল বা সাময়িকভাবে বন্ধ করতে পারবে।
১০. অনুষ্ঠানে আয়োজক যতবার খুশি নিরাপত্তা তল্লাশি চালানো এবং অনুষ্ঠানের জন্য ঝুঁকিপূর্ণ দ্রব্য জব্দ করার অধিকার রাখে।
১১. পাস নিয়ে কনসার্টে আগতদের কনসার্টের আগে, কনসার্ট চলাকালে এবং পরবর্তী সময়ে দুর্ঘটনা যেমন- শারীরিকভাবে অক্ষম হওয়া, মৃত্যু, ব্যক্তিগত সম্পদ হারানো, চুরি এবং অন্যান্য ঝুঁকি সম্পর্কে নিজে থেকে সচেতন হতে হবে।
১২. মাঠে বা মাঠের আশেপাশে গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থা থাকবে না।