জয়পুরহাটে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
জয়পুরহাটে ছয় বছর আগে এক নৈশ প্রহরীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার জেলা ও দায়রা জজের বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- ক্ষেতলাল উপজেলার হিন্দা কসবা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে দিলবর হোসেন, আসাদ হোসেনের ছেলে মোশাররফ হোসেন ও কসের আলীর ছেলে সিদ্দিক হোসেন। যাবজ্জীবনের পাশাপাশি বিচারক আসামিদের ২০ হাজার টাকা জরিমানাও করেছেন।
মামলার বিবরণে বলা হয়, হিন্দা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে গোলম রব্বানী শনিপুকুর এলাকার মাঠে কৃষি সেচ যন্ত্রের নৈশ প্রহরী ছিলেন। ২০১৩ সালের ৩ জুলাই রাতে পূর্ব শত্র“তার জেরে আসামিরা রব্বানীকে গলা কেটে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের অক্টোবরে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়।