জয়পুরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
জয়পুরহাট শহরে খেলতে বেরিয়ে নিখোঁজ পাঁচ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, শহরের খঞ্জনপুর এলাকার চকশ্যাম গ্রামের পাশের একটি জঙ্গল থেকে থেকে ইরাম হোসেন নামে ওই শিশুর লাশ শুক্রবার সকালে উদ্ধার করা হয়। নিহত ইরাম জয়পুরহাট পৌরসভার কর্মচারী চকশ্যাম গ্রামের এনামুল হোসেনের ছেলে।
নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, ইরাম বৃহস্পতিবার বিকালে খেলা করার জন্য বাড়ির বাইরে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস না পেয়ে সন্ধ্যায় পুলিশকে ঘটনাটি জানানো হয়।
সকালে স্থানীয়রা ইরামের বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে বলে জানান শাহরিয়ার। তিনি বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাÐের কারণ জড়িতদের বিষয়ে তদন্তের পর তা জানা যাবে।
এ ঘটনায় রেজাউল ইসলাম ও রাজু আহম্মেদ নামে দুইজনকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। রাজু রেজাউলের ছেলে বলে জানিয়েছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।