জয়পুরহাটে কৃষক দম্পতির লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক কৃষক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুডুম্বা গ্রামের একটি ঝোপ-ঝার ঘেড়া পুকুর পাড় থেকে রোববার সকালে তাদের লাশ উদ্ধার করা হয় বলে আক্কেলপুর থানার ওসি আবু ওবায়েদ জানান। এরা হলেন- ওই গ্রামের শাহীন মিয়া (৩৫) ও তার স্ত্রী আশা পারভিন (২৭)।
ওসি বলেন, সকালে বাড়ির পাশে একটি ঝোঁপ-ঝাড় ঘেড়া পুকুরপাড়ের একটি গাছে শাহিন ও আশার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তারা হত্যাকাÐের শিকার না আত্মহত্যা করেছেন তা তদন্তের পর জানা যাবে বলেও জানান ওসি।