জ্বালানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার
আর্থিক সংকটে জর্জরিত দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। জ্বালানি তেলেরও ব্যাপক সংকট সেখানে। এবার জ্বালানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার। শুধু আপৎকালীন পরিসেবায় যুক্ত গাড়িগুলো একমাত্র পেট্রল, ডিজেল পাবে। সেকানেই সমস্ত বেসরকারি চাকরিজীবীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার।
সরকারি মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদানা জানিয়েছেন, সোমবার মধ্যরাত থেকে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি পরিসেবা ছাড়া কারও কাছে জ্বালানি তেল বিক্রি করা হবে না। কারণ যেটুকু তেল রয়েছে তা আমরা বাঁচিয়ে রাখতে চাইছি। এই অসুবিধার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি।এদিকে, বিভিন্ন পেট্রল পাম্পের সামনে ইতোমধ্যেই গাড়ির লম্বা লাইন পড়ে গেছে। মারাত্মক দুশ্চিন্তার মধ্যে পড়েছেন বাসিন্দারা। জাতিসংঘ ইতোমধ্যেই জানিয়েছে শ্রীলঙ্কা মারাত্মক সমস্যায় পড়েছে। পাঁচজনের মধ্যে চারজন একবেলা খেয়ে থাকছেন। একেবারে মানবিক সংকট শুরু হয়ে গেছে দেশটিতে। সূত্র: দ্য গার্ডিয়ান