জ্বর-কাশি আক্রান্ত বন্দিদের জন্য কারাগারে আলাদা কক্ষ
বাংলাদেশের কারাগারগুলোতে করোনাভাইরাস আক্রান্ত কোনো বন্দি নেই জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অধিকতর সতর্কতার অংশ হিসেবে কারও ঠাণ্ডা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট দেখা দিলে তাকে আলাদা কক্ষে রাখা হচ্ছে।
এছাড়া বিভিন্ন কারাগারে মোট ৪০ জন বন্দিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ‘কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন।
মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের কারাগারগুলোতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে কঠোর নজরজারির ব্যবস্থা করা হয়েছে।
“করোনাভাইরাসের কোনো পজিটিভ কেস পাওয়া গেলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে বন্দিদের জন্য বিভাগভিত্তিক কিশোরগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, সিলেট, ফেনী ও দিনাজপুর জেলা কারাগারে আইসোলেশন সেন্টার গঠন করা হয়েছে।
“করোনার সম্ভাব্য সংক্রমণ এড়াতে কারাগারে বন্দিদের আত্মীয়-স্বজনের সাথে দেখা-সাক্ষাৎ সীমিত করা হয়েছে। বন্দিগণ যেন আত্মীয়-পরিজন নিয়ে উদ্বিগ্ন না হোন সে জন্য জরুরি টেলিফোনে কথা বলার সুযোগ সৃষ্টি করা হয়েছে। বন্দি ও স্টাফদের বিদেশফেরত আত্মীয় স্বজনকে কারা এলাকায় প্রবেশ থেকে বিরত রাখা হয়েছে।”